নাটোরের গুরুদাসপুরে পৃথক স্থানে দুইজনের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে পৃথক স্থানে আতিয়া খাতুন এবং রাকিবুল হাসান নামে দুইজন আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে উপজেলার উপজেলার পিপলা এবং চরপিপলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতিয়া খাতুন চরপিপলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী ও রাকিবুল পিপলা গ্রামের আলতাব হোসেনের ছেলে।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে গৃহবধূ আতিয়া খাতুন গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে আতিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
এদিকে, গৃহবধু আতিয়া খাতুনের প্রতিবেশী স্থানীয় খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র রাকিবুল হাসান বুধবার সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুটি আত্মহত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।