ওসমান গণি, বেড়া, পাবনা ঃ
পাবনার বেড়া উপজেলার যমুনা নদী বেষ্টিত বিভিন্ন চরাঞ্চল এখন সবু জের সমারোহ। যে দিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। চরের উর্বরা পলি মাটিতে শত শত বিঘা জমিতে চাষ হয়েছে গম, ভুট্রা, সরিষা, মাসকলাই, সিম, পিয়াজ,বেগুন,মিষ্টিকুমড়া, ফুলকপি, পালনশাক, লাল শাক, চালকুমড় সহ বিভিন্ন শীতকালীন সবজি ফসল। চরের বেলে-দোঁআশ উর্বরা পলি মাটিতে প্রচুর পরিমাণ এসব ফসলাদি জন্মেছে। চরের অনেক কৃষক এসব ফসলাদি চাষাবাদ করে সংসারে স্বচ্ছলতা ফিরে আনাসহ অনেকেই স্বাবলম্বী হয়েছে। চর সাঁড়াশিয়া গ্রামের কৃষক ছাত্তার ব্যাপারি, আবু সাইদ, চর নাকালিয়া গ্রামের নবী মোল্লা, ইব্রাহিম মোল্লা, আমজাদ মাস্টার, চর নাগদাহ গ্রামের জাহিদ মোল্লা, চর সাফুল্লা গ্রামের গজনবীসহ অনেকেই বলেন দীর্ঘ বছর যাবৎ এসব চর এলাকায় ইরি-বোরো ধান,চিনা বাদাম, মাসকলাইসহ বিভিন্ন ফসলাদির চাষাবাদ হয়ে আসছে। এ বছর পিয়াজসহ বিভিন্ন সবজি ফসল প্রচুর পরিমান উৎপাদন হওয়ায় বাজারে দাম পড়ে যাওয়ায় কৃষকদের তেমন লাভ হচ্ছে না এ কারণে তারা হতাশা প্রকাশ করেছেন। বেড়া উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির বলেন নদীর চরে জমি খুবই উর্বর। এখানে ফসলাদি উৎপাদনও ভালো হয়। চরে ফসল ফলানোর
আগ্রহ দিন-দিন বাড়ছে কৃষকদের।