অনাবিল ডেস্ক ::
আগামীকাল ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে ঘোষণা আসছে সেটির আইনগত কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আহসানুল করিম।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৭২-এ রচিত যে সংবিধান সেটি বাতিল করে নতুন সংবিধান করতে গেলে প্রয়োজন নতুন সংসদের। এখন তো সংসদ নেই। তাহলে নতুন যে সংবিধান আসছে বা ঘোষণা দিচ্ছে শিক্ষার্থীরা সেটির আইনগত কোনো ভিত্তি নেই। তবে পরবর্তী সংসদ শিক্ষার্থীদের এই ঘোষণাকে বৈধতা দিলে তখন আর সমস্যা হবে না।
তিনি আরও বলেন, বাহাত্তরে যে সংবিধান রচিত হয়েছিল এই সংবিধানকে বিভিন্ন সময় বিভিন্ন সরকার তাদের সুবিধার্থে কাটাছেঁড়া করেছে। যখন ১৯৭২-এ সংবিধান রচিত হয় তখন এটি নিয়ে কোনো কথা ছিল না পরবর্তীতে বিভিন্ন সরকার এটি কাটাছেঁড়া করায় সমালোচনা বিভিন্ন বিষয়ে মতভেদ তৈরি হয়েছে।
আহসানুল করিম বলেন, ১৯৭২-এর সংবিধানের ঘোষণার সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আমাদের দেশের অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা সংবিধান পেয়েছি। ৩০ লাখ প্রাণের আত্মদান এবং লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই সংবিধান। এই সংবিধানের আইনগত একটি ভিত্তি আছে। এখানে যুক্ত রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র। এই ঘোষণার পর অন্য কোনো ঘোষণা আর হতে পারে না এবং সেটি হলে তার আইনগত কোনো ভিত্তি নাই।