বেড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার বেড়ায় খাদিজা (২১) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় উপজেলার নতুন পেচাকোলা গ্রামের রহম আলি মোল্লার ছেলে ফিরোজের স্ত্রী খাদিজা ইলেকট্রিক শক লেগে মৃতবত অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতের পরিবারের দাবি যৌতুকের কারণে দীর্ঘদিন ধরে খাদিজার স্বামী সহ বাড়ির লোকজন তাঁকে বিভিন্ন রকম চাপ এবং মারধর করে আসছিল। ঘটনার দিন স্বামী সহ তাঁর পরিবারের লোকজন মিলে মারপিট এবং শ্বাসরোধ করে খাদিজাকে হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র করছে বলে নিহতের পরিবারের দাবি। এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) ওলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার আসল ঘটনা জানা যাবে। তবে এ ঘটনায় সন্দেহমূলক ভাবে নিহতের স্বামীসহ দুজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
এদিকে নিহতের পরিবার জানান প্রায় দেড় বছর আগে খাদিজার সাথে ফিরোজের বিযয়ে হয়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য খাদিজার প্রতি বিভিন্ন ধরনের নির্যাতন করে আসছিল স্বামীর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে খাদিজাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। নিহত খাদিজা একই উপজেলার হাটুরিয়া গ্রামের সাইদুল কাইয়ের মেয়ে।#