আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলার শাওইল বাজার এলাকা থেকে বিক্রির সময় ২৫পিস ট্যাপেন্টাডলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির শাওইল বাজার এলাকার রশিদুল ইসলামের ছেলে মাহবুব রহমান (২৩) ও বিষ্ণুপুর গ্রামের মোখলেছার রহমানের ছেলে রহমত আলী (২২)।
পুলিশ জানায়, গত রোববার বিকেল ৫টার দিকে আদমদীঘির নসরতপুর ইউপির শাওইল বাজারের মাহবুব রহমানের বসতবাড়ীর উঠানে মাদক দ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাহবুব রহমান ও রহমত আলীকে আটক করে তাদের পরিহিত জিন্স প্যান্টের পকেটের ভিতর রাখা ২৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গতকাল সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

preload imagepreload image