আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের উপড় স্মৃতিচারণ করে গল্প শোনানোর অংশ হিসাবে আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজে শিক্ষার্থিদের মাঝে মুক্তিযুদ্ধের গল্প শোনালেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান। গত রোববার (২৩ মার্চ) দুপুরে কলেজ হল রুমে এই স্মৃতিচারণ ও মুক্তিযুুদ্ধের গল্প শোনান। কলেজের প্রভাষক আবু মোতালেব হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, বর্তমান প্রজন্মকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন, বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ ও সেই সময়ের জীবনযাপনের করুন ইতিহাস তুলে ধরেন। তিনি দেশের স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থিদের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মাসুদুর রহমান, মোতাহার হোসেন, উর্মিলা রানী, ছার্ত্রী প্রীতি ও শিফাসহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থিরা।
