ঝিনাইগাতীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঝিনাইগাতীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : সারা দেশের ন্যয় যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (২৬মার্চ) উপজেলা পরিষদের সন্মুখে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্তরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও পর্যায়ক্রমে পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় উপজেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় একি স্থানে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী সহ
সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

preload imagepreload image