কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

কামরুল হাসান টাংগাইল পতিনিধিঃ সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে গভীর শ্রদ্ধা ও জাতীয় মর্যাদার সঙ্গে। বুধবার (২৬ মার্চ) ভোরের সূর্যোদয়ের সাথে সাথে কালিহাতী থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বীরদের স্মরণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে কালিহাতী থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার ক্লাব, কালিহাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, কালিহাতী কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক। আরোও উপস্থিত ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁঞা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণ করে বিশেষ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

এই অনুষ্ঠানের মাধ্যমে কালিহাতীবাসী জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার অঙ্গীকার ব্যক্ত করে।

preload imagepreload image