এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ভারত সফরে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ প্রতীক্ষার পর দলে যোগ দেওয়া হামজা চৌধুরীকে সঙ্গে নিয়েই বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় কলকাতার উদ্দেশে দেশ ছেড়েছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
গত কয়েক দিন ধরেই হামজা চৌধুরীর আগমনে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ছিল। তবে ভারত সফরের আগে চূড়ান্ত স্কোয়াড নির্ধারণে কিছু পরিবর্তন এনেছে কোচ হ্যাভিয়ের কাবরেরা।
প্রাথমিকভাবে ৩৮ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে গতকাল কিংস অ্যারেনায় অনুশীলনে ছিলেন ২৭ জন ফুটবলার। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে স্কোয়াডে না নেওয়ায় কিছু সমালোচনার মুখেও পড়তে হয়েছে কোচ কাবরেরাকে।
অবশেষে ২৪ জনের চূড়ান্ত দল নিয়েই ভারত সফরে গেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরিফ, পিয়াস ও তাজউদ্দিন।
প্রথমে কলকাতা হয়ে শিলং যাবে বাংলাদেশ দল। কলকাতায় ট্রানজিট শেষে আরেকটি ফ্লাইটে শিলং পৌঁছানোর কথা রয়েছে। সেখানে আগামীকাল (২১ মার্চ) থেকে শুরু হবে দলের আনুষ্ঠানিক অনুশীলন।
২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে শিলংয়ের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন পারফরম্যান্স দেখায় জামাল ভূঁইয়ার দল, সেটাই এখন দেখার অপেক্ষা।