মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৬ কেজি গাজা ও দেশী অস্ত্র উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় যৌথ বাহিনী মির্জাপুর গ্রামের মাদক স¤্রাট ইদ্রিস আলীর স্ত্রী মাদক ব্যবসায়ী রুবিয়া খাতুনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে চাটমোহর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক ব্যবসায়ী রুবিয়া খাতুনের বাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা মাটির নিচে পলিথিনে মুড়িয়ে লুকিয়ে রাখা ৬ কেজি দুই’শ গ্রাম গাজা, দুইটি চাপাতি ও দুইটি ছুড়ি উদ্ধার করি এবং ইদ্রিস আলীর স্ত্রী রুবিয়া খাতুনকে প্রেপ্তার করতে সক্ষম হই।