তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ
তাড়াইলে শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের আসবাপত্র ভাংচুরের অপরাধে জাতীয় পার্টির দুই সমর্থককে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। গ্রেফতার কৃতরা উপজেলার জাওয়ার ইউনিয়নের পঞ্চগ্রাম গ্রামের আবুল হাসেমের ছেলে আতাবুর মিয়া ও মিজান মিয়া।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পঞ্চগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের সভাপতি ফাইজুল ইসলাম ২০২০ সালের একটি হত্যা মামলায় সাক্ষী দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টায় হত্যা মামলার আসামি রহিম মিয়ার নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির লোকজন পঞ্চগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে।
খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পঞ্চগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাব ভাঙচুরের সঙ্গে জড়িত জাতীয় পার্টি সমর্থক দুইজনকে গ্রেফতার করে। এলাকাবাসীর সূত্রে জানা যায় জাতীয়পার্টির দুইজন দাঙ্গাবাজ লোক, প্রায় সময় গ্রাম মানুষের সাথে দহরম মহরম দেখায়, তাই এলাকাবাসীর দাবী এর সুষ্ঠু বিচারে।
তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, পঞ্চগ্রাম শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাব ভাংচুরের অপরাধে জাতীয় পার্টির দুইজন সমর্থককে গ্রেফতার করা হয়েছে ও ক্লাব ভাঙচুরের অপরাধে তাড়াইল থানায় ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/ ৩৮০/ ৪২৭/১১৪/৫০৬ ধারায় একটি মামলা রুজু হয়েছে। বুধবার (১৯ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে।