বড়াইগ্রামে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেলো সাত শিশু কিশোর

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়ায় বাই সাইকেল পুরস্কার পেল সাত শিশু-কিশোর। এছাড়া অন্যান্য শিশুদেরকে শান্তনা পুরস্কার হিসাবে পাঞ্জাবী দেয়া হয়েছে। শনিবার উপজেলার ধানাইদহ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এসব পুরস্কার বিতরণ করা হয়। বাই সাইকেল পুরস্কার প্রাপ্তরা হলো-জুনায়েদ আহমেদ পলক, কায়েস মাহমুদ মাহিন, রাসেল হোসেন, রিহাদ হোসেন, রিফাত হোসেন, আব্দুল আজিজ ও নাঈম হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে বাঘা উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী পশু চিকিৎসক হাসিনুর রহমান, ধানাইদহ ফাজিল মাদরাসার প্রভাষক মো. বাশিরুল্লাহ, ধানাইদহ ইসলামিয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা শফীউল্লাহ খন্দকার ও মাওলানা জাকির হোসেন।

preload imagepreload image