চাটমোহর ইউনিভার্সিটি ক্লাবের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি ক্লাবের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল দশটায় চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক রুমে কলেজটির অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, অধ্যক্ষ আবু সাঈদ, সহকারি অধ্যাপক মোতাহার আলী, তন্ময় কুমার কর্মকার, খলিল উদ্দিন হায়দার শান্ত, নজরুল ইসলাম, সৌমিত্র কুমার কর্মকার, ইকবাল আহম্মেদ খাঁন, অশোক কুমার চক্রবর্ত্তী, সংগঠক ছাইফুল ইসলাম, সহঃ অধ্যাপক ইকবাল কবীর রনজু, শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, পৌর যুব দলের আহবায়ক তানভির জুয়েল লিখন, ভ.ই.কাস্ত্রো সাগর, মুন্সী মামুন অর রশীদ, প্রসাদ কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন। এসময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভার সভ্যরা ক্লাবটির কার্যক্রম বাড়াতে একমত পোষণ করেন। সদস্য সংগ্রহ, ক্লাবের নামে জায়গা বরাদ্দ নেওয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে শরীফ মাহমুদ সনজুকে আহবায়ক ও সহযোগী অধ্যাপক কামরুজ্জামান শাহীনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি লিয়াজো কমিটি গঠন করা হয়। ক্লাবটি টিকিয়ে রাখতে অবদান রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রফেসর নজরুল ইসলাম স্যারকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সভাটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক কামরুজ্জামান শাহীন।

preload imagepreload image