ইয়ানূর রহমান : যশোরের চৌগাছায় সন্ত্রাসীর গুলিতে আজগর আলী (২৫) নামে এক
যুবক জখম হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছেন। সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা
জানিয়েছে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সৈয়দপুর গ্রামের আব্বাস আলীর
ছেলে আজগার আলী গ্রামের একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময়
সেখানে একই গ্রামের আব্দুস সালামের ছেলে সন্ত্রাসী ইমরান হোসেন তাকে
লক্ষ্য করে গুলি ছুড়লে সেটি আজগার আলীর পায়ে লাগে। গুলির শব্দ ও আজগার
আলীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই সন্ত্রাসীকে ধরে গণধোলাই দেয়।
এদিকে গণপিটুনিতে আহত সন্ত্রাসী ইমরানকে হাসপাতালে নেয়ার পথে পালিয়ে গেছে
বলে স্থানীয়রা জানায়।
চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্চিতা সেন বলেন,‘আহতের পায়ে
ক্ষত আছে। এখানে অপারেশন করা সম্ভব না। তাই দ্রুত যশোরে স্থানান্তর করা হয়েছে।’
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার
ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে, পুলিশের একটি সূত্র জানায় ওসি ঘটনাস্থলে আছেন।