মশাহিদ আহমদ, মৌলভীবাজার : রাজনগরে “প্রাক্তন শিক্ষার্থী ফোরাম”-এর আয়োজনে পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষকমন্ডলী ও কর্মচারীদের (মরণোত্তর সহ) সংবর্ধনা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে আজ ২৫ জানুয়ারী। পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী (প্রথম ব্যাচ) রায়না বেগম এর সভাপতিত্বে এবং পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী ফোরাম-এর সাধারণ সম্পাদক মো: মনসুর আলী‘র সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন- পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী ফোরাম-এর আহবায়ক গৌরীপদ মালাকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রী কলেজ, রাজনগর এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ, রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: জুলফিকার আলম, পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছাদেকুল আমিন ভূইয়া। সংবর্ধিত অতিথি ছিলেন- পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আলহাজ্ব মো: রফিক (১ম পর্যায়), প্রতিষ্ঠাকালীন অবসরপ্রপ্ত শিক্ষক (১ম পর্যায়) সুমন্ত কুমার দে, প্রতিষ্ঠাকালীন শিক্ষক বাবুল দে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন চন্দ্র ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: মতিউর রহমান, প্রতিষ্ঠাকালীন শিক্ষক জসিম উদ্দিন আহমদ, প্রতিষ্ঠাকালীন শিক্ষক মো: আব্দুল বাতিন, অবসরপ্রাপ্ত শিক্ষক সঞ্জয় দাশ, প্রতিষ্ঠাকালীন শিক্ষক ফরিদ আহমদ, প্রতিষ্ঠাকালীন শিক্ষক মো: আলী আকবর, সহকারী শিক্ষক ফয়ছল আহমদ, সহকারী শিক্ষক অর্পণা রানী ঘোষ, সহকারী শিক্ষক মো: মুহিবুর রহমান, সহকারী শিক্ষক সুশীতল পাল, অবসরপ্রাপ্ত কর্মচারী মো: রুপ মিয়া। মরণোত্তর শিক্ষক-কর্মচারীবৃন্দ-এর মধ্যে প্রতিষ্ঠাকালীন শিক্ষক (১ম পর্যায়) স্বর্গীয় অনিন্দ্য সুন্দর ভট্রাচার্য্য, প্রতিষ্ঠাকালীন শিক্ষক মরহুম হোসেন আলী, প্রতিষ্ঠাকালীন শিক্ষক মরহুম আব্দুর রহিম, প্রতিষ্ঠাকালীন শিক্ষক স্বর্গীয় ননী গোপাল মালাকার, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক (২য় পর্যায়) মো: আব্দুল মুকিত, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মরহুম মৌঃ ছইদুর রহমান চৌধুরী, প্রতিষ্ঠাকালীন শিক্ষক মো: আব্দুল হান্নান চৌধুরী, প্রতিষ্ঠাকালীন শিক্ষক মরহুম ডাঃ মো: ফরিদ উদ্দিন, অবসরপ্রাপ্ত কর্মচারী স্বর্গীয় অনিল চন্দ্র দাশ ও অবসরপ্রাপ্ত কর্মচারী স্বর্গীয় মালতী বৈদ্য-এর পরিবারের কাছে মানপত্র, সম্মাননা স্বারক তুলে দেন অতিথিবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খায়রুল ইসলাম, সৈয়দ কয়েছ আলী, মো: আজিজ মিয়া, সুমন কল্যান ভট্রাচার্য্য, রাজনগর প্রেসক্লাব এর সভাপতি আউয়াল কালাম বেগ, বিমলাচরন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: আব্দুল ওদুদু প্রমুখ।