সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে জন সম্মুখে সরকারের দেয়া বয়স্ক ও বিধবা ভাতা বাছাই করছে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর।
সাঁথিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তর সুত্রে জানা যায়, ২০২৪/২০২৫ অর্থ বছরে অতিরিক্ত বরাদ্ধ অসচ্ছল দরিদ্র, বয়স্ক পুরুষ, বিধবা মহিলাদের জন্য উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৮৬৭ টি বয়স্ক ভাতা ও এবং ১০৮৯ বিধবা ভাতা বরাদ্ধ পায়। নন্দনপুর ইউনিয়নে ১৬৩ টি বয়স্ক ও ১০৪ টি বিধবা কার্ড পায়। উক্ত কার্ড ভোগী নির্বাচন করতে পুর্ব থেকে মাইকিং করা হয়। সে মোতাবেক আজ ২২ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ভাতা আবেদনকারী বয়স্ক পুরুষ ও বিধবা নারীসহ হাজারো লোক জমায়েত হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জমায়েত নারী পুরুষদের লাইন করে পুর্ব আবেদন, আর্থিক অবস্থা, দুস্থ্য অসহায় ও বয়স্ক ব্যক্তি দেখে উপকার ভোগী নির্বাচন করছেন সমাজ সেবা কর্মকর্তা ও ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী।
সাঁথিয়া উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম জানান, পরিবর্তিত পরিস্থিতিতে সকল অসহয়ের চাহিদার ভিত্তিতে উন্মুক্ত পদ্ধতিতে ভ্রাতা যাচাই বাছাই করে লিষ্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, ল মহিলা সদস্য রেহানা খাতুন, রোজিনা খাতুন, আফরোজা খাতুন সদস্য, আবুল কালাম আজাদ (সাইদ), নজরুল ইসলাম, আঃ সামাদ, আঃ আলীম, আঃ মালেক, বাবুসহ সদস্যগন ও সকল দলীয় প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।