ইন্দোরের সাধারণ একটি মেয়ে মোনালিসার জীবন যেন এক রূপকথার গল্প। মহাকুম্ভমেলায় পাথরের মালা বিক্রি করতে গিয়েছিলেন সাদামাটা এই ষোড়শী। জীবনের কঠিন বাস্তবতার কারণে লেখাপড়ার সুযোগ পাননি। পরিবার চালানোর দায়িত্ব তার কাঁধে। কিন্তু হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে গেল।
২০২৫ সালের কুম্ভমেলায় এক যুবকের ক্যামেরায় তোলা মোনালিসার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই চোখের মায়া, নিষ্পাপ সৌন্দর্য নজর কাড়ে কোটি মানুষের। দেশজুড়ে তার নাম ছড়িয়ে পড়ে। এই খ্যাতি যেমন তাকে পরিচিতি এনে দেয়, তেমনই তার জীবনের মোড়ও বদলে দেয়।
মেলার সরলতাপূর্ণ জীবনযাপনে এই আকস্মিক খ্যাতি বিড়ম্বনা ডেকে আনে তার জীবনে। মালা বিক্রির বদলে লোকজন মোনালিসাকেই দেখতে ভিড় জমাতে থাকে। ব্যবসা লাটে ওঠে। মেলা ছেড়ে হতাশ মোনালিসা ফিরে আসেন নিজের গ্রামে। কিন্তু এখানেও নানা প্রকার বিড়ম্বনায় পড়তে থাকেন তিনি।
ভাইরাল হওয়া মোনালিসার প্রতি বিনোদন দুনিয়ার আগ্রহ বাড়তে থাকে। শোনা যাচ্ছে, দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা ৩’-এর নায়িকা হিসেবে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তিনি নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন, যা অল্পদিনের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। এক ঝলক তাকে দেখার জন্যই লাখো মানুষ ভিড় জমাচ্ছে তার চ্যানেলে।