বড়াইগ্রামে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মাদক বিক্রিতে বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং উল্টো মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পুর্ণকলস গ্রামে নাটোর-পাবনা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন কালে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন, মালয়েশিয়া প্রবাসী রকিবুল হাসান, সমাজসেবক আব্দুল জলিল ও তাছন আলী, গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রতন সরকার এবং গৃহবধু নাসরিন বেগম ও রিতা খাতুন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, পুর্ণকলস গ্রামের তারেক ভূঁইয়া দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন। এতে স্থানীয় ছাত্র ও যুব সমাজ বিপথগামী হওয়াসহ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। রোববার স্থানীয়রা মাদক বিক্রিতে বাধা দিলে তারেক ও তার স্বজনরা চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে চারজনকে কুপিয়ে জখম করে। পরবর্তীতে নিজেরাও হাসপাতালে ভর্তি হয়ে উল্টো গ্রামবাসীর নামে মামলা দিয়ে হয়রানী করছে। এ সময় বক্তারা অবিলম্বে মাদক ব্যবসা বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ মাদক বিক্রেতা তারেকের উপযুক্ত শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।