পরিবারে এখনো চলছে শোকের মাতম: আগৈলঝাড়ায় গত ৫দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুল ছাত্র তাজিমের

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সরকারি পয়সা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র তাজিম আহম্মেদ (আবু বক্কর) প্রতিদিনের ন্যায় ১৬ জানুয়ারি সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে যায়। স্কুল ছুটির পরে বাড়ি না ফেরায় তাজিমের খোঁজাখুঁজি শুরু হয়। স্কুল শিক্ষকরা জানান, ওইদিন সে স্কুলে আসেনি এবং ক্লাসের হাজিরা খাতায় উপস্থিতি নাই। এঘটনায় নিখোঁজের পিতা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করেছে। নিখোঁজের ৫দিনেও পুলিশ কোন সন্ধান করতে পারেনি।
স্থানীয়, পরিবার এবং স্কুলসূত্রে জানা গেছে, উপজেলার পয়সার হাটের প্রসাধনী ব্যবসায়ী ও পশ্চিম পয়সা গ্রামের মো. ফায়েকুজ্জামান ঘরামীর ছেলে পয়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র তাজিম আহম্মেদ গত ১৬ জানুয়ারি সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সারাদিন শেষে স্কুল ছুটির পরেও তাজিম বাড়ি ফিরে না আসায় তার পিতা ফায়েকুজ্জামান আত্মীয়স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করে। ওইদিন রাতেই পিতা ফায়েকুজ্জামান বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নং ৭৪৪। পুলিশ তাকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে গত ৫দিনেও তার কোন খোঁজ মিলাতে পারেনি।
এঘটনায় পয়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার বাড়ৈ জানান, অত্র বিদ্যালয়ে ছাত্র তাজিম আহম্মেদ ওইদিন ক্লাস করেনি। হাজিরা খাতায় তার কোন উপস্থিতি নেই।
এব্যাপারে তাজিমের সৎমা মীম বেগম জানান, ১৬ জানুয়ারি সকালে তাজিম নাস্তা খেয়ে স্কুল ব্যাগ নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যায়। বিকাল ৩টায় বাড়িতে না ফিরলে ওর বাবাকে বিষয়টি ফোন করে জানাই। তারপরে আত্মীয়স্বজনদের বাড়ি খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
তানজিমের পিতা ফায়েকুজ্জামান বলেন, আমি স্ত্রীর ফোন পেয়ে বিদ্যালয়ের উত্তম স্যারকে ফোন করলে তিনি আমাকে বলেন, আজ তাজিমকে ক্লাসে দেখি নাই। হাজিরা খাতায় তার উপস্থিতিও নেই।
এঘটনায় আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) বলেন, নিখোঁজ স্কুল ছাত্র তাজিমকে উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। (আজ সোমবার বিকাল ৫টা পর্যন্ত কোন অগ্রগতি রিপোর্ট নাই)।