শান্টিং ট্রেনের ধাক্কায় পিষ্ঠ সিএনজি ও রিকশা, চালক-যাত্রীসহ আহত ৪

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ঈশ্বরদী রেলগেট খোলা রেখে জংশন ষ্টেশনের ট্রেন শান্টিং (বগি সরানো) করার সময় ইঞ্জিনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা পিষ্ঠ হয়েছে। এ ঘটনায় চালক ও যাত্রীসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে ঈশ্বরদী পৌর শহরের সবচেয়ে ব্যস্ততম রেলগেটে এ ঘটনা ঘটে।আহতদের ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, রেলগেটের পাশে এক দোকানে বসেছিলাম। শান্টিং ট্রেনটি বগি সরানোর সময় ট্রেনের ইঞ্জিন রেলগেটের কাছে আসার পরও গেটম্যান গেট বন্ধ করেনি। একটি পাওয়ার ট্রলি এসময় ইঞ্জিনের সামনে দিয়ে ঝুঁকি নিয়ে পার হয়ে যায়। এরপর সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা রেলগেট অতিক্রম করার সময় ইঞ্জিনের ধাক্কায় একটি দুমড়ে-মুচড়ে পিষ্ঠ হয়ে যায়। এতে সিএনজির চালক, যাত্রী ও রিকশাচালকসহ চারজন আহত হন।

আহত রিকশাচালক তোফায়েল আহমেদ জানান, রেলগেট খোলা দেখে রিকশা নিয়ে রেলগেট পার হচ্ছিলাম। হঠাৎ ইঞ্জিনের সাথে আমার রিকশার ধাক্কা লাগে। রিকশাসহ আমি ছিটকে রেললাইনের পাশে পড়ে যাই।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, ঘটনা শুনেছি। তদন্ত করে এ ঘটনার লোকোমাস্টার (ট্রেন চালক) ও গেটম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার সময় লোকোমাস্টার ও গেটম্যানের দায়িত্বে কারা ছিলেন, তাৎণিকভাবে তা তিনি জানাতে পারেননি।