ঝরা পাতা ঝরা ফুল

এনামুল হক টগর

প্রতিটি ঝরাপাতার গভীরেই মানবতার কল্যাণ জেগে আছে বিশ্বপ্রাণের সেবা।
প্রতিটি ঝরা ফুলের রসদে জীবনের সুস্থ উপাদান ঔষধ গুণাবলি আলোর আভা।
গোধূলির মৃত্যু হলে রাতের আঁধারে আমিও ঝরে যাবো চাঁদের জ্যোৎস্নায় আলিঙ্গন।
নক্ষত্রের ক্ষীণ আলো মনে রেখো ঝরা পাতা মনে রেখো ঝরা ফুল মাটির প্রেমে বন্ধন।
সাইপ্রাসের চির সবুজ গাছ থেকে একটি ফুল উপহার এনেছিল অতিথি পাখির ঠোঁটে হাসি!
মাতৃভূমির প্রেমে খাদ্যের আহরণে মাটির বুকে গভীর ভালোবাসার মমতায় দীর্ঘ বিশ্বাস।
ঋতু শেষে ফিরে যাওয়ার পথে আকাশে পাখিগুলো বলেছিল আবার দেখা হবে সুজন।
ক্লান্ত দিন ভবিষ্যৎ সংঘর্ষময় দেহ ক্ষতবিক্ষত যদি আর দেখা না হয় বিদায় রিক্ত জীবন।
নীলিমার নীল আকাশে জীবনের গল্পগুলো ফিরে ফিরে তাকায় সুদূরে আপন ঠিকানা।
মনে রেখো প্রকৃতির অরণ্য মনে রেখো চিরসবুজ গাছ বসন্তের পুষ্প চেতনা।
সাইপ্রাসের ঠাণ্ডা হাওয়া মেঘমালার কুয়াশা মনে রেখো অতিথি পাখির গান।
আমাজন জঙ্গল সম্রাট শশাঙ্ক রাজ্য সমুদ্র ঢেউয়ে বলাকারা ছোট মাছ ধরে খায়।
সুদূর নীলিমায় উড়ে উড়ে কূজন সুরে সাম্য আহবান করে আকাশ ছুঁয়ে সমতার বিজয়।
নতুন প্রভাত পৃথিবীর কোলাহলে ফসলের মাঠে কৃষাণীর কর্মে সোনালী সূর্যের আভরণ।
মাঝে মাঝে করুণ সুরে বিচ্ছেদের বিরহ বাঁশি বাজে জীবনের স্বপ্ন বাসনাগুলো নিরুপায়।
সংসার চিত্তে ইতিহাস কথা বলে আগামী রং ঢং জন রূপে ফিরে আসে নতুন ভাবনায়।
প্রভাত আকাশে মনে রেখো পাপিয়া সাঁঝের বাতাসে মনে রেখো সমুদ্র কোকিল প্রেমময়।
হিমালয়ের বিন্দু বিন্দু বরফ ঝরে বৃহৎ নদী ছুটে যায় ওই মরু গোলাপের পিপাসায়!
সাগরের বুকে পর্বতচূড়ায় পুষ্পরেণু পুষ্প বাগিচায় ভ্রমর গুণ গুণ মৌমাছি গুণ গুণ!
ভালোবাসার প্রজাপতি রঙিন পাখা মেলে উড়ে যায় দীপ্ত চেতনা মধুর মিলন।
সৈকতের বুক বেয়ে বেলাভূমির মোহনায় মাঝির গান শুনি বিরহ বিচ্ছেদের ব্যথায়।
গোলাপের ঝরা পাপড়িগুলো দেহের উপর সুগন্ধি ছড়ায় মৃত্তিকার সৌন্দর্যে অশেষ।
ঝরা পাতা মনে রেখো ঝরা ফুল মনে রেখো সৈকত বেলাভূমি ভুলো না আমায়।

২০/০১/২০২৫