ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও সার্কের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে রবিবার (১৯ জানুয়ারী) বিকেলে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু’র নিজস্ব কার্যালয় ‘জাকারিয়া এন্টারপ্রাইজে’ এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেলগেট মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন।
উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির আহব্বায়ক আহসান হাবীব, পৌর বিএনপি’র প্রস্তাবিত কমিটির আহব্বায়ক এস এম ফজলুর রহমান, প্রস্তাবিত সদস্য সচিব বিষ্টু কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক আশিকুর রহমান নান্নু, পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক আমিনুর রহমান স্বপন, পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক আবু সাইদ লিটন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির নেতা আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের আহব্বায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহব্বায়ক রাশিদুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মাহমুদুল হাসান সোনামনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক এস এম মামুনুর রশিদ নান্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক ফারুক ফরাজি, সলিমপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নাজমুল হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহব্বায়ক মুস্তাফিজুর রহমান বিটু, পৌর ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহব্বায়ক নাজমুল হাসান রিসাদসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।