লালপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারী) বিকেলে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে লালপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে ও
যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, মাইনুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফজলুর রহমানসহ যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্য দিকে মোহরকয়া বাজারে সন্ধ্যায় উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুর সভাপতিত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।