বগুড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপি’র আলোচনা ও দোয়া মাহফিল

সঞ্জু রায়, বগুড়া:
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে বগুড়ায় ৬ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের চেলোপাড়া শাপলা চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এই আয়োজনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস। এ সময় তিনি বলেন, বগুড়ার কৃতি সন্তান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলার কোটি জনতার কাছে একটি আবেগ ও অনুভূতির নাম। আজ তার ৮৯তম জন্মবার্ষিকীতে বিএনপি’র ঘাটি হিসেবে পরিচিত শহরের ৬ নং ওয়ার্ডে সর্বস্তরের মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে সকালে তার প্রতিকৃতিতে পুষ্পকস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মসজিদে দোয়া ও চেলোপাড়া মন্দির ও আশ্রমে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে আয়োজন করা হয়েছে বিএনপি’র প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তার দেশপ্রেমের নানা নিদর্শন তুলে ধরে আলোকচিত্র প্রদর্শনীর। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারা দেশের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। দীর্ঘ বছর ফ্যাসিস্ট সরকারের হামলা, মামলা, জুলুম, নির্যাতন সহ্য করলেও এই দলের কোন কর্মীর একবিন্দু মনোবল ভাঙতে পারেনি কেউ কারণ মানুষ অন্তর দিয়ে ভালবাসে শহীদ জিয়াকে, ভালবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাদের সুযোগ্য পুত্র তারেক রহমানকে। আগামীর প্রতিটি যাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশ ও দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে আহ্বান জানান। এছাড়াও সকলের অন্তরে শহীদ জিয়াউর রহমানের মতো দেশপ্রেম জাগ্রত হোক এমন শুভ কামনা জানিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শত শত নেতাকর্মীকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাজাহান আলী সাজা, হুমায়ুন কবীর, কালাম শেখ, লতিফুর রহমান টয়েল, ফিরোজ হোসেন, আল মাহমুদ তারেক বাতেন, সাইফুল ইসলাম রকেট, আব্দুল মান্নান, লাল্টু তালুকদার, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, সালাম কাজী, কাজী সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবু জাফর জেমস, সুজন ফকির, ফয়সাল ইসলাম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়ার জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম দারুণ, শ্রমিকদল নেতা এমদাদুল হক, কান্তি দাস, যুবদল নেতা বাবলু দাস, মেহেদী হাসান মিল্লাত, জাহিদ হোসেন শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা আবু সাঈদ দুখু, মানিক মিয়া, শহিদুল মোল্লা, মনিরুল ইসলাম বাপ্পী, ছাত্রনেতা সুলতান মাহমুদ, রিয়াজ আহম্মেদ রমি, রাফসান, লিমন প্রমুখ।
আলোচনা সভা পরবর্তী বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও একই দিন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দরা।