বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকালে জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোতালেব সরকারের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম কারী, যুগ্ন আহবায়ক আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির যুগ্ন আহŸায়ক নজরুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল আমিন আকন্দ, সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, সদস্য সচিব শহিদুর রহমান দুলাল, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম প্রমুখ।
জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল , বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।