জুলাই-আগস্ট নৃশংসতা : জাতিসংঘে পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে সরকার

অনাবিল ডেস্ক :
জুলাই-আগস্ট অভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও অপরাধ বিষয়ে জাতিসংঘের তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
মুখপাত্র বলেন, জুলাই-আগস্টে তথ্যাদি সংগ্রহ করা হয়েছে এবং ইতোমধ্যে তা জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেসব তথ্যের অপেক্ষায় ছিলাম, আমরা সেগুলো পেয়েছি; তা জাতিসংঘের কাছে পাঠিয়েছি।

কবে নাগাদ প্রতিবেদন পাওয়া যাবে জানতে চাইলে রফিকুল আলম বলেন, জাতিসংঘ আমাদের কাছ থেকে ইনপুট পাওয়ার পর তাদের নিজস্ব একটা খসড়া তৈরি করবে। সেই খসড়া তৈরি করতে কী পরিমাণ সময় লাগবে সেটা তারা আমাদের দেয়নি। সুতরাং এই মুহূর্তে আমরা কোনো টাইম লাইন বলতে পারছি না।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিদেশে বাংলাদেশের বিভিন্ন উইংয়ে দায়িত্বরত ১৯ জন রাষ্ট্রদূত/হাইকমিশনারকে ফেরত এনেছে সরকার।
এ প্রসঙ্গে মুখপাত্র জানান, ১৯ জন রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল। তাদের মধ্যে প্রায় সবাই দায়িত্বভার ত্যাগ করেছেন মিশনের। বাকিরা ছুটিতে আছেন। যারা চুক্তিতে আছেন এবং রেগুলার সার্ভিসে আছেন চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর তাদের সঙ্গে সরকারের আর কোনো সম্পর্ক থাকে না। তাদের দেশে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। আর যারা নিয়মিত সার্ভিসে আছেন তারা বেশিরভাগই ঢাকায় এসেছে, রিপোর্ট করেছে।