বড়াইগ্রামে মশক নিধন অভিযানের উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে মশক নিধন ও জলাবদ্ধতা দূরীকরণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস আনুষ্ঠানিকভাবে অভিযানের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুলসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।