সঞ্জু রায়, বগুড়া:
বগুড়া জেলা জমঈয়তে আহলে হাদীসের ত্রি-বার্ষিক কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে বগুড়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আলহাজ্ব মাহমুদুর রহমান।
সদস্যদের পক্ষে তিনি অভিযোগ করেন, “বগুড়া জেলা জমঈয়তের বর্তমান কমিটি গঠনের প্রক্রিয়ায় গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউন্সিল রুম বন্ধ রেখে বিতর্কিত একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সংগঠনের ঐতিহ্য ও নীতির প্রতি আঘাত এসেছে।” তিনি আরও বলেন, জোরপূর্বক জেলা জমঈয়তের নেতৃত্ব দেওয়া আ.ন.ম. ইয়াহইয়া যার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মসজিদ ও মাদ্রাসার অডিট করে দেখা যায় ২ লক্ষ ৫৯ হাজার ৭৩১ টাকা আত্মসাৎ করা হয়েছে যা প্রমাণিত। এছাড়াও মসজিদের জন্য ক্রয়কৃত ৪টি এসি যার মূল্য আনুমানিক ৪ লক্ষ ৪০ হাজার টাকা যা মুসল্লিদের অবহিত না করে তিনি নিজ প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে ব্যবহার করছেন। এছাড়াও সাংবাদিক সম্মেলনে তার বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের মহিলা স্টাফকে ধর্ষণ করে ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের সঙ্গে সমঝোতা করে ৪ লক্ষ টাকা দিয়ে মীমাংসা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকার বিষয়েও তুলে ধরা হয় যা বিভিন্ন সংবাদপত্র প্রকাশিত হয়েছিল। তিনি বিগত ৬/৭ বছরের জেলা জমঈয়ত ও মসজিদে ব্যয়ের কোন হিসাব প্রদান করেনি। এসব ঘটনায় আলেম সমাজ ও সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।”
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, “জেলা জমঈয়তের শাখা ও এলাকার কমিটি সঠিকভাবে গঠন না করে তাড়াহুড়ো করে কাউন্সিল আয়োজন করা গঠনতন্ত্রবিরোধী। এ পরিস্থিতিতে সংগঠনের স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে তারা কেন্দ্রীয় জমঈয়তের হস্তক্ষেপ কামনা করেন । দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত ব্যক্তিদের সংগঠন থেকে বহিষ্কার করে সবার গ্রহণযোগ্য একটি কমিটি গঠনের দাবি জানান তারা।” তারা কোন রাজনৈতিক দলের সক্রিয় কর্মীকে এই দ্বীনি তাওহিদী সংগঠনের সাথে সম্পৃক্ত করা যাবে না মর্মে দাবি জানান। এসময় বিগত ছয় সাত বছরের পূর্ণাঙ্গ হিসাব নিরীক্ষা করে তার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে কেন্দ্রীয় জমঈয়তের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বগুড়া জেলা জমঈয়তের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আগামী ১৮ই জানুয়ারি ২০২৫ এর নির্ধারিত কাউন্সিল বাতিল ও জেলা জমঈতের কার্যকরী কমিটি বিলুপ্ত করার জন্য তারা জোর দাবি জানান।