সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী বাজারে পতিপক্ষ হামলা করে ভ্যান চালক বৃদ্ধের দুই পাটির কয়েকটি দাঁত ভেঙ্গে দিয়েছে। আহত আবু সাইদ ইউনিয়নের হাটবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের মৃত মিহাজ আলীর ছেলে। সে সাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
থানায় আবু সাইদের লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারী সকাল নয়টার দিকে উপজেলার হাটবারিয়া বোয়াইলমারী বাজার অটোভ্যান চালক আবু সাইদ মেকার দোকানে ভ্যান মোরামতের জন্য যায়। এসময় পতিপক্ষ হাটবারিয়া গ্রামের সোরহাবের ছেলে আলম ও খাইরুল, আরশেদের ছেলে রব্বান, তোরাবের ছেলে আঃ হকসহ আরো অজ্ঞাত ৪/৫ জন মিলে আবু সাইদকে বেধে হাতরী দিয়ে মারপিট করে। তার সামনের উপরে ও নীচের দুই পাটির কয়েকটি দাঁত ভেঙ্গে যায়। সাইদ সাঁথিয়া হাসপাতালে ১০ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। সাইদ জানান তার ভ্যান নিয়ে যায় এবং তার নিকটে ব্যাটারী ক্রয়ের জন্য আনা ৩০০০০ টাকা ছিনিয়ে নেয় হামলা কারীরা। এ বিষয়ে সাইদ বাদী হয়ে সাঁথিয়া থানায় আলম, খাইরুল, রব্বান, আঃ হকসহ আরো অজ্ঞাত ৪/৫ জনের নাম উল্লখ করে অভিযোগ দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।