আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত তিনজন আহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. রাকিব, বিজয় এবং বাবু। এদের মধ্যে রাকিব গুলিবিদ্ধ হয়েছেন। বিজয় ও বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মাছিমপুর এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দীর্ঘদিন ধরে রিয়াজ ও মো. আলী গ্রুপের মামুন, সোহাগ বাবুসহ তাদের গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার রাকিব ওরফে গুই রাকিব ও তার সহযোগী রাসেল, হামিদ, রাহাত ও বাবুদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রায় ২৫ থেকে ৩০টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন রাকিব।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবেনা। অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।