ঈশ্বরদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ও পাবনা জেলা বিএনপির আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে। বিএনপি লড়াই-সংগ্রাম করে টিকে থাকা দল। বিএনপি কারো ধমকের ভয়ে আন্দোলন এবং রাজনীতি করেনা।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোলচত্বর মোড়ে আয়োজিত বিশাল শোভাযাত্রার উদ্বোধনকালে পথসভায় তিনি এসব কথা বলেন।

যেসব দল বা ছাত্রসংগঠন বিএনপিকে নিয়ে কটূক্তি করে তাদের উদ্দেশে হাবিব আরো বলেন, জুলাইয়ের অভ্যুত্থানকে পুঁজি করে যারা নিজের পকেট ভারী করার ষড়যন্ত্রে ব্যস্ত তাদের পরিষ্কার করে বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপি সর্বোচ্চ ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসবে। তাই কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন। যৌথভাবে সঞ্চালনা করেন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন ও পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন। সভায় আরও বক্তব্য দেন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খন্ড খন্ড মিছিলগুলো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। উপজেলা যুবদলের আহব্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি তহিদুল ইসলাম তুহিন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, ছাত্রনেতা ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান ইমনসহ সহস্রাধিক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।