বিশেষ প্রতিনিধিঃ
১১পেরিয়ে ১২ বছরে পদার্পণ করেছে পাবনার জনপ্রিয় ইংরেজি দৈনিক ‘দি ডেইলি মর্নিং টাচ’।
পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
২০১৩ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে এই দৈনিক। অল্প সময়ের মধ্যেই খবরের বিষয়–বৈচিত্র্য, উন্নত কাগজ ও স্পষ্ট ছাপা দিয়ে পাঠকের হৃদয়ে আলাদা যায়গা করতে পেয়েছে এই পত্রিকা।
গতকাল বুধবার ১ জানুয়ারি দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে কেক কেটে, আলোচনা ও মিষ্টিমুখ করে এক আনন্দঘন মুহুর্তের মধ্য দিয়ে এর ১২ বছর পূর্তি উদজাপন করা হয়েছে।
আলোচনায় স্বগত বক্তব্য দেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী।
পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আখতার’র সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার চৌধুরী আল মাহমূদ, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, এন টিভির পাবনাস্থ স্টাফ রিপোর্টার ও পাবনার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, মাছরাঙ্গা টিভির উত্তরবঙ্গ ব্যুরো প্রধান উৎপল মীর্জা, দৈনিক জীবন কথার সম্পাদক সহকারী অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ,
দৈনিক সিনসা’র নির্বাহী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খান, জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম, বাংলাদেশ অবজার্ভারের স্টাফ রিপোর্টার নরেশ মধু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকন, ডাঃ সারোয়ার জাহান ফয়েজ, পাবনা সাংবাদিক ফোরামের উপদেষ্টা জালাল উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, অন্যতম সদস্য হাবিবুর রহমান স্বপন, পাবনা জেলা ট্যাংকলরি, ট্রাক, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক।
এ সময় আগত অতিথিরা দি ডেইলি মর্নিং টাচ’র উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তারা বলেন, এটি পাবনার একটি জনপ্রিয় ইংরেজি দৈনিক। প্রতিষ্ঠার পর থেকেই পত্রিকাটি পাবনাবাসীকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে আসছে।
সম্পাদক বিপ্লবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ফিটফাট বস্ত্রের সত্বাধিকারী পিংকি আক্তার ও পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলীর নেতৃত্বে জেলার নেতৃবৃন্দ।
পাবনা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সিনসা’র সাহিত্য সম্পাদক ড. মনছুর আলম, প্রেসক্লাবের নব নির্বাচিত দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, চ্যানেল ২৪ এর শাহীন রহমান, দৈনিক সমাজ সংবাদের জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, সাংবাদিক হুমায়ুন কবির, শিশির ইসলাম, আব্দুল্লাহ আল মোমিন, রেহানা সুলতানা, হাবিবুল্লাহ ইবনে হোসেন শশী, এমএ সালাম, সিএনএফ টিভির চেয়ারম্যন খালেদ আহমেদ প্রমুখ।