বড়াইগ্রামে ১৭২ শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের ১৭২টি স্কুল, কলেজ, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাত ধোয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার তারুণ্যের উৎসবের অংশ হিসাবে উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নুর ই আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম মিজানুর রহমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস উপজেলার তিরাইল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।