ফাইনালে যেতে যে সমীকরণ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ভারতের

অনাবিল ডেস্ক
রোমাঞ্চকর এক লড়াইয়ে ভারতকে ১৮৪ রানে হারিয়ে চতুর্থ টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। রেকর্ডসংখ্যক দর্শকের সামনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের শেষ দিনে অসাধারণ বোলিংয়ে ৭ উইকেট তুলে নেয় অজি বাহিনী। ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায়। ম্যাচের শেষ ৪০ মিনিটেরও কম সময় বাকি থাকতে নাথান লায়নের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন মোহাম্মদ সিরাজ। পাঁচদিন ব্যাপী ৩ লক্ষ ৭০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে ম্যাচটি সাক্ষী হয়েছে অসাধারণ এক পরিসমাপ্তির।
সেই সঙ্গে ভারতের জন্য জটিল হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার অঙ্ক। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট ফাইনালে ওঠার জন্য টিম ইন্ডিয়াকে লক্ষ্য রাখতে হবে শ্রীলঙ্কার পারফরম্যান্সের দিকে। আরও পরিষ্কার করে বললে, ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ভাগ্য অনেকটা নির্ভর করছে লঙ্কানদেরর হাতে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে ছিল ৪ দল। সেখান থেকে দক্ষিণ আফ্রিকা প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালিস্ট হয়েছে। এদিকে অজিদের বিপক্ষে রোহিত শর্মারা হেরে ফাইনালে ওঠার স্বপ্ন অনেকটাই শেষ ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের শীর্ষে আপাতত দক্ষিণ আফ্রিকা। ১১ ম্যাচে ৭ জয়, ৩ হার ও ১টি ড্রয়ের পর প্রোটিয়াদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৬.৬৭।
দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ১৬ ম্যাচ খেলে ১০ জয়, ৪ হার ও ২টি ড্রয়ের পর পয়েন্ট পার্সেন্টেজ ৬১.৪৬। এই তালিকায় তিনে রয়েছে ভারত। এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ১৮টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৫২.৭৮।
ফাইনালে খেলতে ভারতের, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার যে সমীকরণ-
সিডনি টেস্ট জিততে হবে ভারতকে। কিন্তু তাতেই মিলবে না টিকিট। যদি ভারত ওই ম্যাচ জিতে সিরিজ ২-২ শেষ করে, তার পর নজর রাখতে হবে শ্রীলঙ্কার দিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে সিরিজ জিততে হবে, তা হলে ভারত পয়েন্ট টেবলের দুইয়ে থাকবে এবং ফাইনালে ওঠার সম্ভবনাও থাকবে।

এদিকে ভারত সিডনি টেস্ট ড্র করলে ফাইনালে যাওয়ার সম্ভবনা জেগে উঠবে শ্রীলঙ্কার। অজিদের বিপক্ষে শেষ টেস্ট ড্র হলে এবং ঘরের মাঠে প্যাট কামিন্সদের বিপক্ষে ২-০ ব্যবধানে লঙ্কানরা জিতলে কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে শ্রীলঙ্কা। কারণ তখন শ্রীলঙ্কার ৫৩.৮৫ শতাংশ, অস্ট্রেলিয়া ৫৩.৫১ শতাংশ এবং ভারত ৫১.৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শেষ করবে।
যদি ভারত সিডনি টেস্ট জিতে তাহলে শ্রীলঙ্কা ছিটকে যাবে এবং তিন দলের মাঝে সবার উপরে থেকে ফাইনালে জায়গা করে নেবে অস্ট্রেলিয়া। এছাড়া সিডনি টেস্ট অজিরা জিতলে সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে কামিন্সরা। এমনকি শ্রীলঙ্কা সফরে গিয়ে ২-০ ব্যবধানে গিয়ে হারলেও। কারণ তখন অস্ট্রেলিয়ার ৫৭.০২ শতাংশ, ভারতের ৫০ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৩.৮৫ শতাংশ পয়েন্ট হবে। ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকায় সাউথ আফ্রিকার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া।