অব্যবস্থাপনার অভিযোগ নিয়েই শুরু হলো বিপিএল

অনাবিল ডেস্ক :

বিপিএলের একাদশতম আসর মাঠে গড়িয়েছে আজ। বেলা দেড়টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। রাজশাহীর বিপক্ষে আজ টস জিতে আগে বোলিং করছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। তবে এ দুই দলের ম্যাচ শুরুর আগে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ভাঙচুর করেছেন টিকিট প্রত্যাশী ক্ষুব্ধ দর্শকরা।
ম্যাচ শুরুর আগে টিকিট না পেয়ে স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙেছেন দর্শকরা। এ সময় মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দিয়েছিলেন বিক্ষুব্ধ দর্শকরা।

বিপিএলের এবারের আসর শুরুর আগে গতকাল বিসিবি জানিয়েছিল, এবার স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি হবে না। অফ্লাইনে টিকিট পাওয়া যাবে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। মধুমতি ব্যাংকের যে ৭ শাখায় টিকিট পাওয়া যাবে তা জানিয়েছিল বিসিবি। এছাড়া অনলাইনে এই লিংকে গিয়ে দর্শকরা টিকিট কিনতে পারবেন এমনটাই জানানো হয়েছিল।
তবে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় গিয়ে টিকেট পাননি দর্শকরা। টিকিট না পেয়েই এক পর্যায়ে দুই নম্বর গেটে ভাঙচুর করে দর্শকরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এর আগে গতকাল সন্ধ্যায়ও টিকিট নিয়ে হট্টগোল হয়েছে।
আজ থেকে বিপিএল শুরু হচ্ছে বলে গতকাল সকাল থেকেই টিকিটের আশায় স্টেডিয়াম সংলগ্ন বুথগুলোতে হাজির হয়েছেন দর্শকরা। তবে গতকাল দুপুর নাগাদ টিকিট নিয়ে কোনো তথ্য জানায়নি বিসিবি। অবশেষে দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি টিকিটের মূল্য এবং প্রাপ্তিস্থান জানায়।
এদিকে আজ থেকে বিপিএলের এবারের আসর শুরু হলেও গতকাল সন্ধ্যার আগ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি অংশ নেয়া সাত দলের অধিনায়কের নাম। রোববার দুপুরে ঢাকা ক্যাপিটালস তাদের অধিনায়ক হিসেবে থিসারা পেরেরার নাম ঘোষণা করে। এরপর একে একে রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট অধিনায়কের নাম জানিয়েছে। সবার শেষে অধিনায়কের নাম জানিয়েছে খুলনা টাইগার্স। এছাড়াও আরও বেশ কিছু বিষয় নিয়েই অভিযোগ জানিয়েছেন দর্শকরা।