অনাবিলা ডেস্ক ::
আর মাত্র এক দিনের দূরত্বে ২০২৫ সাল। বিশ্ববাসীর মাঝে পড়েছে সাজ সাজ রব। নতুন বছর উদযাপনে যে যার মতো নিয়েছেন প্রস্তুতি। অপেক্ষা শুধু ৩১ ডিসেম্বর রাতের। এদিন মুহুর্মুহু আতশবাজিতে আলোকিত হয় আকাশ। তা দেখে মানুষজনের মনে আনন্দ ধরা দিলেও বিপাকে পড়ে পশুপাখিরা। ঘটে প্রাণহানি।
বিষয়গুলো ভেবে অনেকে দাবি তুলেছেন এবার যেন বর্ষবরণে আতশবাজি, পটকা না ফোটানো হয়। জনপ্রিয় গায়ক আসিফ আকবরও আছেন এ ব্যাপারে একমত। সামাজিক মাধ্যমে জানিয়েছেন তা।
আজ সোমবার নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, এই পৃথিবী শুধু মানুষের জন্য নয়। আতশবাজির শব্দে প্রাণ যায় অসংখ্য পাখ-পাখালির। আমাদের বর্ষবরণ উৎসব যেন পাখিদের মৃত্যূর কারণ না হয়।
শুধু আসিফ নন, তারকাদের অনেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী জয়া আহসান এ নিয়ে দিয়েছেন দীর্ঘ এক পোস্ট। আতশবাজি পোড়ানো থেকে বিরত থাকতে জানিয়েছেন আহ্বান।