ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল ৫ বছর পর ফিরে এলেন ইনস্টাগ্রামে। তার প্রথম পোস্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ার যোগ হয়েছে। দ্বিতীয় পোস্টে তিনি দিয়েছেন আরও বড় এক খবর।
ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ। তাই প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের আগেই ইনস্টাগ্রাম ছেড়ে গিয়েছিলেন মেগান। তখন তার ৩ মিলিয়ন ফলোয়ার ছিল।
২০২৫ সালের প্রথম দিনে মার্কেল তাঁর দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে নতুন একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরা মার্কেল ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি সৈকতে দৌড়ে যান এবং বালিতে ‘২০২৫’ লেখেন। ধারণা করা হচ্ছে, ভিডিওটি তার স্বামী প্রিন্স হ্যারি ধারণ করেছেন।
জানুয়ারি ২ তারিখে, মার্কেল আরও একটি পোস্টে সবাইকে চমক দেন। তিনি নেটফ্লিক্সের আসন্ন সিরিজ উইথ লাভ, মেগান এর অফিসিয়াল ট্রেলার শেয়ার করেন। এই লাইফস্টাইল শোতে তিনি হোস্ট এবং নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন। ১৫ জানুয়ারি আট পর্বের এই সিরিজটি মুক্তি পাবে।
মার্কেল ক্যাপশনে লেখেন, ‘আমি এটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই উচ্ছ্বসিত! আমি এটি তৈরি করতে যতটা মজা পেয়েছি, আশা করি আপনারাও তা উপভোগ করবেন।’
ট্রেলারে দেখা যায়, তিনি রান্না, বাগান করা, ফুল কেনা এবং বন্ধুবান্ধবদের সঙ্গে বেকিং করছেন। ট্রেলারে প্রিন্স হ্যারিও রয়েছেন, যেখানে একটি রৌদ্রোজ্জ্বল প্যাটিওতে তাঁকে স্ত্রীকে জড়িয়ে ধরে শ্যাম্পেন হাতে দেখা যায়।