অগ্নি বিপ্লব

এনামুল হক টগর

এসো কৈশোর দেশপ্রেমের আগুনে দাউ দাউ জ্বলে ওঠি রাজপথে দৃঢ় প্রতিবাদ মিছিল।
এসো অগ্নি ঝরা শ্লোগানে দেহ পোড়াই মন পোড়াই কঠিন প্রতিরোধ বিপ্লব অনল।
এসো দিনমজুর কর্মজীবী নিত্য উন্নয়ন করি পৃথিবীর পথে পথে শান্তির আশ্রয় নীড়।
এসো বিদগ্ধ দেশপ্রেমিক সততার হাত ধরে ফসলের আবাদ করি দীপ্ত জাগরণ।
এসো দক্ষ মাঝি দীর্ঘ নদীর বুকে হাল ধরি পারাপারের প্রগতিশীল জীবন বহমান।
এসো ন্যায়পরায়ণ জাতি ভবিষ্যৎ চেতনায় লড়াই করি দীপ্তিময় সূর্যের প্রেম আভরণ.
এসো জন্মভূমির বুকে পতাকা উড়াই লাল সবুজ মাতৃভূমির বিজয় আবহমান কাল।
এসো দেশবাসী এসো দেশপ্রেমিক এসো শ্রমজীবী এসো দক্ষ অভিজ্ঞতায় কর্ম সরল।
এসো কর্মপ্রচেষ্টায় পৃথিবী গড়ে তুলি সভ্যতার আর্দশ পথে সৌন্দর্য দীপ্তকর।
এসো প্রাণের বন্ধু এসো স্বদেশের প্রেমে ভালোবাসার আলো ছড়াই জীবন স্বনির্ভর।
এসো প্রিয়তম সন্তান সার্বজনীন কল্যাণে আবিষ্কার করি দিকে দিকে উৎপাদন সুন্দর।
এসো সময়ের যোদ্ধা এসো নবীন তরুণ যুবক এসো নদীর মাঝি ভাটিয়ালির উজান সুর।
এসো মৃত্তিকার মাঠে বিজ্ঞানের গবেষণায় চাষাবাদ করি বৈচিত্র্যের শস্য খামার নন্দন।
এসো ছেলেবেলার দিন গাঁয়ের কৃষাণ অগ্নি যৌবন অনাগত দীপ্তিময় সমতার প্রাণ!
এসো কালের দৃঢ় সংগ্ৰামী মানবতার কল্যাণে মহান জাতিকে জাগাই আলোর পথে বহুদূর-
এসো বিপ্লবী এসো সংগ্ৰামী এসো অশুভ আঁধার ভেঙে নতুন প্রভাত জাগাই সেবা সুদূর।
জেগে ওঠো সাহসী বীর বাঙালি জাতি অশনি সন্ত্রাস চুরমার করে ফিরে আনি সাম্য শান্তির।
জেগে ওঠো ছাত্র ছাত্রী দূর্বার শক্তি প্রগতি জীবনের আর্দশ পাঠশালার কিশোর শৈশব.
অসত্য যুক্তি ব্যাখা মোহ তছনছ করে ছিনিয়ে আনি সূর্য কিরণ সকালের রৌদ্র গৌরব।
এসো ছেলেবেলার সাথি বাউল রাখাল বাঁশি ধূর্তবাজদের রুখে অধিকার ছিনিয়ে আনি শান্তি।
এসো সবুজ মাঠে কৃষাণীর প্রেমে দীপ্ত চেতনা স্বার্থসিদ্ধর মুখোশ ভেঙে দীপ্ত সূর্যে দিন আনি প্রশান্তি।
এসো নিপীড়িত মানুষ এসো ক্ষুধার্ত মানুষ দেশপ্রেমের আগামী সমাজ গড়ি সংস্কার নির্মল।
অসৎ পুঁজিবাদ কালো আমলার প্রাসাদ অগ্নিভষ্ম করে নতুন নির্মাণ করি আগামী সকাল।
এসো দেশপ্রেমিক যোদ্ধা লুটেরাদের অশুভ শক্তি নাশ করে মানবতা কল্যাণ জাগাই সমুজ্জ্বল।
এসো সৎ কর্মশীল ঘাতকের বিষ দাঁত উপড়ে ফেলে শেষ রাতের নক্ষত্র জাগাই পাখির কলতান।
এসো শ্রমিক কঠিন দূর্গম পথ পাড়ি দেই গুপ্তধনের সন্ধানে মৃত্তিকার গভীরে খনি।
এসো পুষ্প শোভিত আর্দশ প্রাণ মহাঐক্যের ভাতৃত্ব গড়ে তুলি ক্ষুধামুক্তির রাস্তায় মহান জাতি।
এসো শ্রেণিহান বর্ণহীন ধৈর্যশীল সুষমবণ্টন বাংলাদেশ গড়ে তুলি শিক্ষায় প্রজ্ঞায় প্রগতি।
২৯/১২/২০২৪