ঢাকার দুর্ধর্ষ সন্ত্রাসী মো. এনায়েত করিম রাঙ্গাকে (৪৮) নাটোরের সিংড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকা ও নাটোরের সিংড়াসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে নাটোরের সিংড়া উপজেলার ছোট বাঁশবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার আসামি মো. এনায়েত করিম রাঙ্গা ঢাকা জেলার কলাবাগান এলাকার মৃত হাজী জসীম উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, রাঙ্গার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী, সূত্রাপুর, নাটোরের সিংড়াসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন দমাতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ইন্ধনে মাঠে সক্রিয় ছিলেন রাঙ্গা। বিনিময়ে সাবেক এই প্রতিমন্ত্রী থেকে টাকাও নিয়েছিলেন তিনি। সরকার পতনের পর থেকে নাটোরে লুকিয়ে ছিলেন রাঙ্গা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।