ইকবাল কবীর রনজু, চাটমোহর (পাবনা)
২০২৪ সালের বিভিন্ন সময়ে পাবনার চাটমোহরে অন্তত ৫ ব্যক্তি হত্যাকান্ডের শিকার হয়েছেন। এসব হত্যাকান্ডে মামলা হয়েছে চাটমোহর থানায়। একই সময়ে আত্মহত্যা করেছেন ৪৪ জন। এর মধ্যে রয়েছেন ২৩ জন মহিলা ও ২১ জন পুরুষ। ২০২৩ সালে চাটমোহরে আত্মহত্যার ঘটনা ঘটেছিল ৫৮টি। সে হিসেবে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ১৪ জন কম আত্মহত্যা করেছেন। চাটমোহর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ জানুয়ারী রাত দশটার দিকে হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে সাবেদা খাতুন (৬৩) নামক এক মা তার নিজের সন্তান কর্তৃক হত্যাকান্ডের শিকার হন। ২৫ জানুয়ারী রাতে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশীদের স্ত্রী লাবনী (৩০) ও ছেলে রিয়াদ (১০)কে হত্যা করে দূবৃত্তরা। জমাজমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ১ ফেব্রুয়ারী উপজেলার বড়গুয়খড়া গ্রামে হত্যাকান্ডের শিকার হন এক ব্যক্তি। গত ১৩ ডিসেম্বর রাতে হত্যাকান্ডের শিকার হন গুনাইগাছা ইউনিয়নের চরমথুরাপুর ওয়াপদা বাঁধ এলাকার আলাল হোসেনের মেয়ে কল্পনা (৯)। প্রতিবেশি চাঁচা নুরুজ্জামান মল্লিক নুরজামাল ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করে এ শিশু সন্তানকে।
এছাড়া ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে বড়গুয়াখড়া মালেকা ইছাহাক দারুল আকরাম এবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন খানকা শরীফের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের মারপিটে বড় গুয়াখরা গ্রামের মৃত ইছাহাক সরকারের ছেলে আব্দুল আলীম সরকারের মৃত্যুর অভিযোগ ওঠে। ২৫ জুন কাঁঠালবাড়িয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোস্তফা (১৪) নামক এক স্কুল ছাত্রকে হত্যার পর কলাপাতা দিয়ে ঢেকে রাখার অভিযোগ ওঠে।
আত্মহত্যার ব্যাপারে মিজূাপুর ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস জানান, আত্মকেন্দ্রিক আত্মহত্যা, পরার্থমূলক আত্মহত্যা ও নৈরাজ্যমূলক আত্মহত্যার মধ্যে আমাদের দেশে সাধারণত ব্যক্তি কারণে বা আত্মকেন্দ্রিক আত্মহত্যার ঘটনা বেশি ঘটে। পারিবারিক কলহ, প্রেমঘটিত, অভিমান, ইভটিজিং, পরকীয়াসহ এমন বিভিন্ন কারণে মানুষ আত্মহননের পথ বেছে নেয় যা কাম্য নয়।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, অতি দ্রুত সময়ের মধ্যে আমরা কল্পনা হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছি। অন্যান্য হত্যাকান্ডের বিষয়ে আইনানুগ প্রক্রিয়ায় কাজ চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সব সময় সচেষ্ট রয়েছি। সব মিলিয়ে চাটমোহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাব