এনামুল হক টগর
আজ নব বর্ষ,
শ্রেণিহীন বৈষম্যহীন সূর্যোদয়ের নতুন সকাল জেগে উঠুক বিশ্ব প্রাণের চেতনায় সুষমবন্টন।
ভালোবাসার মধুময় জীবন মিলিত হোক আজ ও অনাগত সৌন্দর্যের পুষ্প উদ্যান।
মানবতার দরজাগুলো খুলে যাক হতাশা মুক্ত পথে পথে মানবতার শান্তি কল্যাণ।
সভ্যতার সাহিত্য ও সংস্কৃতি দীপ্তিময় হোক পৃথিবীর দিকে দিকে নির্মাণ তাৎপর্যপূর্ণ।
বর্তমানের চৈতন্যে নব বর্ষ জেগে উঠুক মৃত্তিকার খামারে ফসলের সমৃদ্ধ জাগরণ।
চলার পথে কি পেলাম প্রশ্ন করো না দেশ ও জাতির সেবায় কি দিলাম আর্দশ জ্ঞান।
নৈতিকতার শিক্ষায় আমাদের সন্তানরা বেড়ে উঠুক প্রজ্ঞার আলোতে পরিচয়।
বিদ্রোহ অর্থ কাউকে না মানা না বিদ্রোহ অর্থ অত্যাচারীরা বুঝে না যে বিনয়।
তা মাথা উঁচু বলা প্রতিবাদ প্রতিরোধ করে বলাই বিপ্লবী চেতনার বিজয়।
পুরাতনের ত্যাগের বিনিময়ে নতুন অভিজ্ঞতা জেগে ওঠে সভ্যতার সোনালী দিন।
যে নদীর গভীরতা যত বেশি সে নদী বয়ে চলে নিরব নিঃশব্দ নিরিবিলি ধ্বনি।
প্রবাহমান সময়ের স্রোতে অতীত সামনে এসে দাঁড়ায় ভবিষ্যতকে আলিঙ্গন করে নির্মল।
মানব জ্ঞানের বাতি থেকে উত্তরসূরীদের আলো দাও ফুল ফলে বসন্ত যৌবন।
আঁধার ভেঙে প্রত্যাশার চাঁদ আসমানে জ্যোৎস্না ছড়াক মৃত্তিকায় বাগিচা নন্দন।
রাতের ঝলমল নক্ষত্রগুলো জেগে উঠুক স্বদেশের ঠিকানায় প্রিয় বাংলা আপন।
মহাকালের চৈতন্যে বিশ্ব মানব জাতি জেগে উঠুক আর্দশ প্রেমে অবিচ্ছেদ্য জন্মভূমি।
হৃদয়বান সৌন্দর্যের মানব থেকে দিকে দিকে আলো ছড়াও আবাদের নতুন জমি।
দুঃখগুলো বিক্রি করো না সে এক মহাজীবন দীর্ঘ ইতিহাসে জীবন সরল।
সুখকে কিনতে যেও না এটা বেচা কেনা হয় না এটা আত্মার গভীর বিশ্বাস নির্মল।
অত্যাচারী বেঁচে থাকে না বেঁচে থাকে দানবের অপরাধ জুলুম ঘৃণা সন্ত্রাস!
নব বর্ষ সাধক চেতনায় বড় অর্জন ধৈর্যশীল সৎ কর্মশীল বিদ্যা অন্বেষণে কল্যাণ অশেষ।
মনকে শান্ত করো আত্মা কথা বলুক নিরব নিভৃত ধ্যানে হৃদয়ে সহস্র বছরের মহামিলন।
জন্মভূমির প্রেমে আঁধার ভেঙে জেগে উঠুক প্রদীপ্ত সকাল রাখালের মাঠে পুষ্প উদ্যান।
আমাদের বংশধররা অভিজ্ঞতার প্রজ্ঞায় বেড়ে উঠুক সুস্থ সবল দেহে সমুজ্জল।
আজ নব বর্ষ আজ শুভ নববর্ষ চেতনায় উজ্জীবিত হোক অনাগত মহাপ্রাণ বাঙালি।
০১/০১/২০২৫