সুজানগরের পেঁয়াজ আমদানি বন্ধের দাবি কৃষকদের

বর্তমানে নতুন মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন মৌসুম শুরু হওয়ায় কৃষকরা পেঁয়াজ তুলতে শুরু করেছেন। কিন্তু ব্যবসায়ীরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করায় ন্যায্য দাম না পেয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে সুজানগরের পেঁয়াজ চাষিরা। মৌসুমের এই সময়ে পেঁয়াজের আমদানি বন্ধ করার দাবি তুলেছেন তারা।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় পাবনার সুজানগর পৌর বাজারে স্থানীয় কৃষকদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে কৃষকরা সরকারের কাছে এ দাবি করেন।

মানববন্ধনে দাবি করা হয়, পেঁয়াজের দাম বেশি হওয়ায় কৃষকরা এ বছর বেশি আবাদ করেছেন। কৃষকরা যখন পেঁয়াজ তুলতে শুরু করেছেন, ঠিক তখনই বিদেশ থেকে কম দামে এ কৃষি পণ্য আমদানি করা হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন কৃষক ফজলে রাব্বি, হাসেন প্রামাণিক, জামাল হোসেন প্রমুখ।