শেকড় পাবনা ফাউন্ডেশনের মতবিনিময় সভা পাবনা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু, বন্ধ থাকা বিমানবন্দর চালু করা, কাজিরহাটে ওয়াই টাইপ সেতু নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ১৬ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা পরিষদের রশিদ হলে ১৬ দফার পক্ষে জনমত গঠন ও বাস্তবায়নের লক্ষ্যে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।
শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক পূর্ণিমা ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম সহসভাপতি এসএম আলাউদ্দিন, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নুরুল আলম বাচ্চু প্রমুখ।
মতবিনিময় সভার সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাংবাদিক গোলাম মওলা।