শেখ মুজিবুর রহমানের আত্মজৈবনিক সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’-এর নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) মুম্বাইয়ে ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্রকার। খবর ইন্ডিয়া টাইমস-এর।
Advertisement
বাস্তবমুখী সিনেমা নির্মাণের জন্য খ্যাতি অর্জন করা বেনেগাল ভারতের প্রথমসারির নির্মাতাদের অন্যতম। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমা দিয়ে বড়পর্দায় নির্মাতা হিসেবে হাতেখড়ি তার।
এরপর ‘মন্থন’, আরোহণ’, ‘দ্য মেকিং অব দ্য মহাত্মা’, ‘নেতাজী সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’ সহ অনেক সিনেমা নির্মাণ করেছেন তিনি।
১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ত্রিকাল’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বেনেগাল। দীর্ঘ ক্যারিয়ারে সবমিলিয়ে ১৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একটি করে ফিল্মফেয়ার এবং নন্দী অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
সিনেমায় অবদানের জন্য ভারত সরকার কর্তৃক ২০০৫ সালে বেনেগালকে সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়।
এছাড়াও ১৯৭৬ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী ও ১৯৯১ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ লাভ করেন তিনি।
পাঁচ দশকের চলচ্চিত্র জীবনে বেনেগালের নির্মিত শেষ সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’। ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পায়।