নাটার প্রতিনিধি
নাটার-৩ (সিংড়া) আসন আসন জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীতা ঘাষণা ও মতবিনিময় করছন বিএনপির রাজনীতির সাথ যুক্ত, রাজশাহী নিউ গভমট ডিগ্রী কলজর সাবক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনতিক বিশ্লষক এস এম জার্জিস কাদির বাবু।সামবার রাত ৮টায় তার নিজ গ্রাম সিংড়া উপজলার সুকাশ ইউনিয়নর মগ্রাম ঈদগাহ মাঠ গ্রামবাসী আয়াজিত মতবিনিময় অনুষ্ঠান প্রার্থীতা ঘাষণা করন জার্জিস কাদির বাবু।
মা. মসলম উদ্দিন প্রামাণিক এর সভাপতিত্ব প্রভাষক মা. আলী হাসান ও আউয়াল হাসনর সঞ্চালনায় বক্তব্য দন জার্জিস কাদির বাবুর সহধর্মিণী নুরমহল, পুত্র এস এম অনিদ্য জার্জিস, গ্রামবাসী সহকারী অধ্যাপক জনাবুল ইসলাম বাচু, আলহাজ্ব আত্তাব, সরদার মাহাম্মদ আলী, সরদার আফছার, দুদু, আব্দুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য জার্জিস কাদির বাবু বলন, অবশ্যই আমি মগ্রামর কতি সান, সিংড়ার যকজন সূর্য সান রয়ছ আমি তার মধ্য একজন। আমি ইদিরা গান্ধী শাি পুর®ার, জজ হ্যারিসন স্বাধীনতা পুর®ার, বিচারপতি মাহবুব মার্শদ স্বর্ণ পদক পয়ছি। সুতরাং এ সকল বিচার এই গ্রামর সম¯ কিছু উচতর কর্মকান্ড ও অর্জনর ক্ষত্র আমিই প্রথম এবং গ্রামবাসী যদি বল আমি মগ্রামর কতি সান, তাহল এটাই সত্য।
তিনি আরও বলন, আমি বিসিএস ক্যাডার হয় চাকুরিত যাগদানর পর থকই এই জনপদর জন্য কিছু করত ইছুক। তার ফলস্রতিত আমার রাজনীতিক আসা। রাজনীতি ও সংসদ শিক্ষিত ব্যক্তি দরকার। বষম্য বিরাধী ছাত্র-জনতার আদালনর একজন সম্মুখযাদ্ধা হিসব আজীবন এই জনপদ ও মানুষর সবা করার লক্ষ্য নাটার-৩ (সিংড়া) আসন থক সংসদ সদস্য পদ নির্বাচন কর সংসদ প্রতিনিধিত্ব করত চাই।