ইসকন নিষিদ্ধের দাবীতে চাটমোহরে সমাবেশ অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও চট্রগ্রামের তরুণ আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে শনিবার (৩০ নভেম্বর) সকল দশটায় পাবনার চাটমোহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উলামা পরিষদ পৌর সদরের বালুচর খেলার মাঠে এ সমাবেশের আয়োজন করে।
চাটমোহর উলামা পরিষদ সভাপতি হাফেজ নুরুজ্জামান এ সমাবেশ উদ্বোধন করেন। সহ সভাপতি মাওলানা মফিজ উদ্দিন, হাফেজ মোঃ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলালানা আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল আমীন, মুফতী মাহদী হাসান, সাজেদুর রহমান সেজান, শরিফুল ইসলাম, হাসানুজ্জামান সবুজ, তানভীর জুয়েল লিখন, ফয়সাল কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে বিরোধ নাই উল্লেখ করে বক্তারা বলেন, সনাতনী আর ইসকন এক নয়। ইসলামের শত্রু ইসকন নামক উগ্র হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন নিষিদ্ধে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং ভারতীয় অধিপত্য বিস্তারের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ এ্যাড. সাইফুল ইসলাম আলিফের খুনীদের ফাঁসি দাবি করেন।