সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া-বোয়াইলমারী বাজারে আতাইকুলা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল শাখার উদ্বোধন করা হয়। শনিবার ১১ টায় স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানের পরিচালক এফ, এম টুটুলের সভাপতিত্বে ফিতা কেটে ও আলোচনার মধ্য দিয়ে স্কুলের শাখা উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মফিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন জোড়গাছা ডিগ্রী কলেজের সহকারী অধ্যপক ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাঁথিয়া শাখার সাধারন সম্পাদক রাশেদ সালাউদ্দিন বাবু, ভবেশ সাহা, সাংবাদিক আবু ইসহাক, অবঃ পুলিশ আঃ সামাদ মোল্লা, বিএনপি নেতা সোলাইমান হোসেন, আঃ সামাদ ফকির, আঃ ছাত্তার প্রমুখ। আতাইকুলা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া আক্তার শিমুর ব্যবস্থাপনায় বক্তারা বলেন, এ স্কুলে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত নিমানুযায়ী পাঠ দান করা হয়। মনোরম পরিবেশে বিনোদনের ব্যবস্থা, অভিভাবকদের পরামর্শ শিক্ষার সার্বিক উন্নয়নের সুব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে
সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।