র‍্যাব-সেনা পোশাকে ডাকাতির ঘটনায় আরও ৩ জন আটক, মালামাল উদ্ধার

মোহাম্মদপুরে র‍্যাব ও সেনা পোশাক পরে ডাকাতির ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা, বিভিন্ন স্বর্ণালঙ্কার এবং দুটি লুণ্ঠিত আইফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) এবং মো. মাসুদুর রহমান (৪৭)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুরে সংঘটিত একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলায় তারা সরাসরি জড়িত।

ডাকাতির ঘটনায় ইতোমধ্যে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শুক্রবার রাত সাড়ে ৩টার পর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতরা বাসায় প্রবেশ করে ৭৫ লাখ টাকা এবং ৭০ ভরি সোনা লুট করে নিয়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজও জব্দ করা হয়েছে। আবু বকর শনিবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন।