চাটমোহরে পুষড়া আদিবাসি উৎসব অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়িকৈ গ্রামে পুষড়া আদিবাসি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় এ উৎসব শুরু হয়। চাটমোহর উপজেলা আদিবাসী পরিষদ ও মানব মুক্তি সংস্থা এই উৎসবের আয়োজন করে। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেঘনাদ মাহাতো।
চাটমোহর উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি কর্ণ মুরারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ দে, বৃ-রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মানব মুক্তি সংস্থার প্রকল্প কর্মকর্তা মোশারফ হোসেন ও মনিটরিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন কৃতি শিক্ষার্থীকে এবং একজন রত্নগর্ভা মা কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় এ উৎসবে। আদিবাসী নাচ, গান, ঝুমুর নাচ, দেশাত্মবোধক গান, করম পূজা, আদিবাসী নাটক উৎসবে যোগ করে বাড়তি মাত্রা। আদিবাসিদের প্রাণের মিলন মেলায় পরিণত হয় এ উৎসব।
সুগন্ধা মাহাতো নামক এক আদিবাসী শিক্ষার্থী জানান, এ এলাকার আদিবাসি সম্প্রদায়ের অধিকাংশ মানুষই গরীব। এমন উৎসব করার মতো টাকা নাই তাদের। আমাদের ছেলে মেয়েরা নিজস্ব ভাষা ও সংস্কৃতি ভুলতে বসেছে।
প্রমীলা রানী মাহাতো নামক এক বৃদ্ধা জানান, পৌষ মাসে এই পূজা বা উৎসব হয় জন্য এর নাম হয়েছে পুষড়া আদিবাসী উৎসব। অনেক বছর আগে এসব উৎসব হতো। এখন আর দেখা যায় না।
কাশু চন্দ্র সিং বলেন, আমাদের ছেলেমেয়েরা আমাদের পূজা, উৎসব, শিল্প সংস্কৃতি কি, কেমন কিছুই জানে না। তাদের জানাতে আমরা ব্যর্থ হচ্ছি, কারণ জীবন চালাতে নিত্যদিনই আমাদের হিমশিম খেতে হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশীদ জানান, মাঝে মধ্যে এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারলে আদিবাসি সম্প্রদায়ের ছেলে মেয়েরা তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।