হাসিনা সরকারের পতনের পর তারকাদের ব্যক্তিগত হুয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট ‘আলো আসবেই’ প্রকাশ্যে আসার পর থেকেই বেশ আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী সোহানা সাবা। কারণ গ্রুপটির সক্রিয় সদস্যদের একজন ছিলেন তিনি। এরপর থেকেই তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিনেত্রীও নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রায় সময় নিজের মতামত, উপলদ্ধি শেয়ার করছেন।
এদিকে ‘আলো আসবেই’ গ্রুপ চ্যাট ফাঁসের পর সামাজিক মাধ্যমে প্রচুর নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হচ্ছেন সোহানা সাবা। ব্রিদুপকারীদের ব্লক লিষ্টেও ফেলছেন নিয়মিত। সম্প্রতি এক পোস্টে এমনটাই মন্তব্য করলেন অভিনেত্রী।